সরে আসতে পারিনি
দুর্দশা থেকে
জেনেও
অজানা ভেবে
কন্ঠাতে বিষাক্ত দাত
রক্তচোষা পিশাচ
নীল কালশিটা হৃদয়
মৃত বিশ্বাস
ফেলে এসেছি
অনেক অনেক পথ
ধুয়ে গেছে স্মৃতি
উবে গেছে স্বপ্ন
যা কিছু সুন্দর
সব বিবর্ণ আজ
বিশ্বাসের ফসিল
ঝুলে থাকে
রক্তচোষা পিশাচের দাতে
দুর্দশা থেকে
জেনেও
অজানা ভেবে
কন্ঠাতে বিষাক্ত দাত
রক্তচোষা পিশাচ
নীল কালশিটা হৃদয়
মৃত বিশ্বাস
ফেলে এসেছি
অনেক অনেক পথ
ধুয়ে গেছে স্মৃতি
উবে গেছে স্বপ্ন
যা কিছু সুন্দর
সব বিবর্ণ আজ
বিশ্বাসের ফসিল
ঝুলে থাকে
রক্তচোষা পিশাচের দাতে
No comments:
Post a Comment