Saturday, June 6, 2015

আসে যায়

প্রতিদিন সে আসে
প্রতিদিন সে অপেক্ষা করে
প্রতিদিন চোখ মেললে
উবে যায় নিমেষে
এমনি লুকোচুরি খেলা
খেলে সে প্রতিদিন
নিয়তির মত
সময়ের মত
টেনে হেচড়ে নিয়ে চলে
বেচে থাকার কারণ হয়ে
ক্লান্ত হয় মন
বুকে হাটি সরীসৃপের মতো
থেঁতলে যায় হৃদপিন্ড
সেই কারণ এসে বসে
আমার শবের একপাশে

No comments:

Post a Comment