Saturday, June 6, 2015

উধাও

রোদ্দুর দেখিনি কতকাল
দেখিনি সারল্য শিশুর
এখন ওরা জন্ম নেয় বৃদ্ধের মত
গম্ভীর, নিয়ন্ত্রিত মগজ
প্রযুক্তি বাক্সের দ্বারা
প্রকৃতিকে শুধু বিক্ষুব্ধ করে
সুন্দর যা কিছু
ধ্বংস করে
নিয়ন্ত্রিত মগজ
ভাবনাহীন ভাবলেশহীন ভালবাসাহীন

No comments:

Post a Comment