Saturday, June 6, 2015

নিখোঁজ কবিতা

মাঝে মাঝে তোমাকে খুজি
কবিতা
আকাশ, মেঘ, রোদ, বৃষ্টি, চাঁদ
কোথাও নেই তুমি
কবিতা
বুকে টোকা দিয়ে
কান পাতি
হৃদয়ে লুকিয়ে আছো কিনা
কবিতা
ঝরা পাতারা ফেরেনা ডালে
উড়ে গেছে কোন কালে
মিশে গেছে দূমড়ে মুচড়ে
ধুলোমাটি ঘাসে
প্রেরণা যুগিয়েছে মাটিতে
ফিরে পেতে নতুন পাতা ডালে
শুধু তোমাকে ফিরে পেতে
হাসিমুখ দেখিনি কোথাও
কবিতা
সব মুখ বিষন্ন বিরক্ত হতাশ দুখী
খুজে পাইনি কোথাও
কবিতা

No comments:

Post a Comment