Saturday, June 6, 2015

অন্য মন

আজ ভিজে আকাশ
ভিজে ঘাস
ভিজে গেছে পথঘাট 
শুধু লেগেছে খড়া
আমার চোখে
চিন চিন করে
ব্যাথা বুকে
এ এক অন্য হৃদপিন্ড
ধুষোর আর বিষন্ন

No comments:

Post a Comment