Saturday, June 6, 2015

যুদ্ধ যুদ্ধ অন্যরকম

মেয়েরা যুদ্ধ করে প্রতিদিন
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
মেয়েরা ধোকা খায় প্রতিদিন
বাবার কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, ছেলের কাছে
মেয়েরা কস্ট পায় প্রতিদিন
মেয়েদের বঞ্চনা করা হয় প্রতিদিন
প্রতিদিন বাবারা মেয়েদের বিক্রি করে দেয়
তথাকথিত "ভাল পাত্রের" কাছে
সেই "ভাল পাত্র" প্রতিদিন সেই মেয়েকে ব্যবহার করে
মেশিনের মত, রান্না, ধোয়া, বাচ্চা উতপাদনে
সেই উতপাদন থেকে কুলাংগারের জন্ম হলে
সেও মেয়েদের ব্যবহার করে প্রতিদিন
মেয়েরা ব্যবহৃত হয় প্রতিদিন
মেয়েদের উতপাদনের নস্ট অংশের কাছে
মেয়েরা নস্ট হয়ে যায় প্রতিদিন
নস্ট করে স্নেহ
নস্ট করে ভালবাসা
সব হারিয়ে ফেলে প্রতিদিন
মেয়েরা হারিয়ে ফেলে প্রতিদিন
নস্ট শহরে নস্ট অংশ নস্ট করে ফ্যালে যা কিছু সুন্দর সৃষ্টি ছিল
মেয়েরা সৃষ্টি করে প্রতিদিন
মেয়েদের নস্ট অংশ তা ধবংস করে প্রতিদিন
ছেলে সন্তান জন্ম নিলে গলা টিপে মেরে ফেলো তারে
এইবার মা মরিয়ম জন্ম দিবে শুধু মেয়ে সন্তানের

No comments:

Post a Comment