ক্রেতা খুজছি
এতদিনের জমানো
দু:খগুলো বেচে দেবো সের দরে
একেবারে চকচকে
আনকোরা
দু:খ আছে
এক ফোটা অশ্রু স্পর্শ করেনি
পলিথিনে সীল্ড প্যাকেজ
দু:খ আছে
ফ্রেস উতপাদন
হৃদয়ের মাঝখান থেকে
আধখানা টুকরো
উত্তপ্ত
দু:খ আছে
সব নিলামে দেবো
আমাকে ছেড়ে যেতে
দু:খরা দু:খ পাবে
আমার নাড়ি ছেড়া দু:খরা
দু:খ পাবে
আমাকে ছেড়ে যেতে
এতদিনের জমানো
দু:খগুলো বেচে দেবো সের দরে
একেবারে চকচকে
আনকোরা
দু:খ আছে
এক ফোটা অশ্রু স্পর্শ করেনি
পলিথিনে সীল্ড প্যাকেজ
দু:খ আছে
ফ্রেস উতপাদন
হৃদয়ের মাঝখান থেকে
আধখানা টুকরো
উত্তপ্ত
দু:খ আছে
সব নিলামে দেবো
আমাকে ছেড়ে যেতে
দু:খরা দু:খ পাবে
আমার নাড়ি ছেড়া দু:খরা
দু:খ পাবে
আমাকে ছেড়ে যেতে
No comments:
Post a Comment