Saturday, June 6, 2015

অপেক্ষা ছিল

অপেক্ষা করি
কোথাও কোন আওয়াজ নেই
শুধু আনচান করে মন অযথা 
ফিরে দেখি
এক বিশাল পথ পেড়িয়ে
এসেছি সম্পুর্ন একা
কেউ অপেক্ষা করেনি
কোথাও কখনও
কারু কোন পদচিহ্ন নেই
ফিরে দেখি সেই নিঃসঙ্গ পথে
কারু কোন হৃদস্পন্দন নেই
এমনকি কোন দীর্ঘশ্বাস
তবু অপেক্ষা ছিল
বাদুরের মত ঝুলে
ঘুমিয়ে ছিল স্বপ্ন নিয়ে
চোখ খুললেই উজ্বল হবে
আলো
হাতের মূঠোয় সূর্য নিয়ে
ঘুম ভাংবে
অপেক্ষা ছিল

No comments:

Post a Comment