Saturday, June 6, 2015

পান্ডুলিপি

আপাদমস্তক চোখ বুলিয়ে
দেখি কি যেন নেই
কোন এক খানে
এক টুকরো
জীবন
খেয়ে গেছে উইপোকা
কি এক অপূরণীয় ক্ষতি
ক্ষতের মত
চোখ মেলে অভিযোগ করে
ঠোটে সাড়া না দিয়ে
শুধু মেলে ধরে
অসম্পুর্ন পাণ্ডুলিপি

No comments:

Post a Comment