শব্দগুলো লুকিয়ে রেখেছি
অদৃশ্য বাক্সে
কেউ যেন শুনে না ফ্যালে
কেউ যেন দেখে না ফ্যালে
আমার মনের
দেওয়ালে আকা সিঁড়ি
কেউ যেন পৌছুতে না পারে
সেই চিলেকোঠাতে
সেখানে চড়ুইপাখি
তা দেয় ডিমে
অদৃশ্য বাক্সে
কেউ যেন শুনে না ফ্যালে
কেউ যেন দেখে না ফ্যালে
আমার মনের
দেওয়ালে আকা সিঁড়ি
কেউ যেন পৌছুতে না পারে
সেই চিলেকোঠাতে
সেখানে চড়ুইপাখি
তা দেয় ডিমে
No comments:
Post a Comment