মগজের চারিপাশে এক বাক্স
বিচ্ছিন্ন করে রেখেছে
নীল আর খোলা আকাশ থেকে
আদিযুগের গল্পে
ঝুলে আছে ফাংগাস
মৃত-তালা পাঠশালা
দ্যাখেনা সূর্য
হলুদ আলো
রংকানা আটকে আছে
বাক্সের মাঝখানে
বিচ্ছিন্ন করে রেখেছে
নীল আর খোলা আকাশ থেকে
আদিযুগের গল্পে
ঝুলে আছে ফাংগাস
মৃত-তালা পাঠশালা
দ্যাখেনা সূর্য
হলুদ আলো
রংকানা আটকে আছে
বাক্সের মাঝখানে
No comments:
Post a Comment