Saturday, June 6, 2015

সেই মেয়ে

তাহলে চলো ঘুরে আসি
তপ্ত রোদ মেখে নির্জন দুপুরে
এক গাদা ডাহুক খেলা করে
ছাতিম গাছের শাখায়
শ্যাওলা ভরা পুকুরে নাক ডুবিয়ে
শামুক তোলে পানকৌড়ি
ব্যংগাচী ছায়া খুজে শাপলা পাতার নীচে
ধূলোধুষোরিত পথে কার ভাংগা চুড়ি
টেনে নিয়ে যায় আলের ভেতর
সেখানে ঘুমায় রক্ত কাদা মাখা
ধর্ষিতা মেয়ে

No comments:

Post a Comment