Saturday, June 6, 2015

বাদুর

ভাবনাগুলো বাদুরের মত
মাথা ঝুলিয়ে দোল খায়
সে শুধু নিজেকে দ্যাখে
রোদ লাগা ঝকমকে কাচে
বিপরীত মেরুতে বসে
গোগ্রাসে গিলে
উদোরে জমা রাখে
উদ্বৃত্ত
সে সব কিছু চায়
দু:খ ছাড়া
খাদ্য চায়
খেলনা চায়
হজমে অপারগ হলে
উচ্ছিষ্ট করে
ছুড়ে ফেলে দিতে চায়
মিশিয়ে দিতে চায় ধুলোতে
অস্বীকার করতে চায়
সকল পাওয়াতে
সকলের অস্তিত্ব

No comments:

Post a Comment