পেজা তুলোর মত মেঘ
উড়ে এলো
ভাবলাম
ভাজে ভাজে ধরে রাখবে আমায়
দুলিয়ে দোলনায়
গলে গেল
বৃষ্টি হয়ে
ভাসিয়ে নিলো
উঁচু উঁচু স্রোতে
ছুঁড়ে দিলো
হাজার ফুট নীচে
অন্য এক গ্রহে
উড়ে এলো
ভাবলাম
ভাজে ভাজে ধরে রাখবে আমায়
দুলিয়ে দোলনায়
গলে গেল
বৃষ্টি হয়ে
ভাসিয়ে নিলো
উঁচু উঁচু স্রোতে
ছুঁড়ে দিলো
হাজার ফুট নীচে
অন্য এক গ্রহে
No comments:
Post a Comment