Saturday, June 6, 2015

প্রতিদিন

ডানা ঝাপটে উড়ে গেল বিষন্ন কাক
সন্ধ্যার মত উদাস হলো সবুজ ঘাস
সকালের অপেক্ষাতে কেটে গেল রাত
সূর্যের আলোতে ম্লান হলো চাঁদ
ব্যস্ত শহরে শুরু হলো ছকে বাধা কাজ
দুপুর গড়িয়ে গেলে ভেসে এলো শ্লোগান
গলি থেকে চৌরাস্তায়
মুদী দোকানের পাশ কাটিয়ে যেতে যেতে
চললো গুলি মিছিলে
দাড়িপাল্লা ধরে দোকানের চৌকাঠে
লেগে থেমে গেল
মুদী দোকানীর রক্তাক্ত লাশ

No comments:

Post a Comment