কার যেন ভিজে আচলের অপেক্ষায়
শুখিয়ে গেছে
রক্ত
শার্ট এফোঁড়ওফোঁড়
বুলেটে ঝাঝড়া
কার যেন ডাক শোনার অপেক্ষাতে
চোখ আধবোজা
কালশিটা
নীচে
চোখের চারিপাশে
কার যেন দিন কাটে অপেক্ষায়
ছেলে ফিরে আসার
শুখিয়ে গেছে
রক্ত
শার্ট এফোঁড়ওফোঁড়
বুলেটে ঝাঝড়া
কার যেন ডাক শোনার অপেক্ষাতে
চোখ আধবোজা
কালশিটা
নীচে
চোখের চারিপাশে
কার যেন দিন কাটে অপেক্ষায়
ছেলে ফিরে আসার
No comments:
Post a Comment