ধীরে ধীরে আমি ডুবে যাচ্ছি
চোরাবালি স্মৃতিবিস্মৃতি
এক সময় ভাবি
কোথাও আমার কিছু নেই
তবু কেনো পিছুটান এত?
ছেড়ে দিচ্ছি
ধীরে ধীরে লাগাম
মন থেকে
দেহ ফেলে এসেছে সেই কবে
যোজন যোজন দূরে
তবু কেনো পিছুটান এত?
কেন ভাবি কত কাজ
অগোছালো রয়ে গেল
কত কথা না বলা
রয়ে গেল
কত ছবি আকিনি আমি
কতভা্বে কতকিছু দেখি
কারুকে বলিনি কেনো
দ্রুত ফুরিয়ে যাচ্ছি আমি
মোমের মত
গলে যাচ্ছি ধুম্রজালে
ভেসে ভেসে উবে যাচ্ছি
থেতলানো মন
নিয়ে
চোরাবালি স্মৃতিবিস্মৃতি
এক সময় ভাবি
কোথাও আমার কিছু নেই
তবু কেনো পিছুটান এত?
ছেড়ে দিচ্ছি
ধীরে ধীরে লাগাম
মন থেকে
দেহ ফেলে এসেছে সেই কবে
যোজন যোজন দূরে
তবু কেনো পিছুটান এত?
কেন ভাবি কত কাজ
অগোছালো রয়ে গেল
কত কথা না বলা
রয়ে গেল
কত ছবি আকিনি আমি
কতভা্বে কতকিছু দেখি
কারুকে বলিনি কেনো
দ্রুত ফুরিয়ে যাচ্ছি আমি
মোমের মত
গলে যাচ্ছি ধুম্রজালে
ভেসে ভেসে উবে যাচ্ছি
থেতলানো মন
নিয়ে
No comments:
Post a Comment