Saturday, June 6, 2015

আলোছায়া

আধো আলো আধো ছায়া
আলো আলো সব কথা
সূর্য আর আমার মন
বার বার ফিরে আসে
আমি ফুরিয়ে যাই
দৌড়ে দৌড়ে
মরিচিকার পিছে
সূর্য তেমন থাকে
অনাদি কাল ধরে
যদি ফিরে আসি মেঘ হয়ে
প্রখর আলোকে ঢেকে দেবো তবে
জানি সে গলিয়ে দেবে মন
বৃষ্টি হয়ে ঝরবো তখন
অঝোর ধারে

No comments:

Post a Comment