Saturday, June 6, 2015

বিলুপ্ত

অব্যক্ত বেদনা
ছিল
ওদের সবার চোখে
একটি
হৃদপিন্ড থেকে
ভাগ করে নেওয়া
ব্যাথা
সাজিয়েছে
অনেকগুলো চোখে
ব্যাথারা এখন
একাকি চোখে
বিচ্ছিন্ন, বিলুপ্ত প্রায়

No comments:

Post a Comment