Tuesday, September 18, 2012

শেকল শক্তি

স্বাধীনতার চেয়ে শেকলে শক্তি বেশী
যখন স্বাধীন থাকি
তখন ব্যস্ত থাকি অন্যকে শেকলে বাঁধতে
শেকলে অনুগত করে
যখন স্বাধীন থাকি ক্রুদ্ধ হই নিজের জন্য অনুগত হতে
শেকলে নিরুপায় করে
যখন উপায় থাকে অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ব্যস্ত থাকি
অথচ কথা ছিল
শেকল থেকে দূরে থাকবো
শেকল থেকে দূরে রাখবো
.নিজেকে ও অন্যকে
কারাগারের চার দেওয়ালের ভেতরে ছিল, আছে এবং থাকবে
আমার অবস্থান আজীবন
আমি বুঝিনি
মনকে মুক্ত করতে হবে সব চাইতে আগে
তারপর শরীরকে

No comments:

Post a Comment