Sunday, September 16, 2012

নিরুপায়

কোন কথা পেটে রাখা দায়
ভাবছি ওদের আর মাটির নীচে নেবোনা
ওখানে লেখার কাগজ নেই
বাঁশঝাড় সব কেটে কুটে একসার
রেখে যাবো পাখীদের ঠোটে
ওদের জীবন সংক্ষিপ্ত
তোমাকে বলে যাবো
যদি না বুঝে মিলিয়ে ফ্যালো ঘোলা জলে
সেখানে ঘুর্নিপাকে অন্য কথা হয়ে যাবে
যার সবকিছুই অজানা
সুন্দর মলাটের নীচে
দুর্বোধ্য পান্ডুলিপির মত

No comments:

Post a Comment