সোজা কথাকে জটিল করে বলি
এই তো কালক্ষেপন করি
আমি যা করতে চাই
তা জানাতে চাইনা
শুধু যা করিনা তাই বলি
শুনতে এক বুঝতে আরেক
আর করতে গেলেই বিপাক
এমনিতে সোজা পথে বেশী ভীর
আমি নতুন পথ বানিয়ে নিই
একাকী হাটবো তাই
এই তো কালক্ষেপন করি
আমি যা করতে চাই
তা জানাতে চাইনা
শুধু যা করিনা তাই বলি
শুনতে এক বুঝতে আরেক
আর করতে গেলেই বিপাক
এমনিতে সোজা পথে বেশী ভীর
আমি নতুন পথ বানিয়ে নিই
একাকী হাটবো তাই
এমনিতে এই পৃথিবী জনাকীর্ণ
ভীরের নীচে হারিয়ে যাওয়া কঠিন
সবার চোখ থাকে সবার চোখে
একাকী হারিয়ে যাওয়া সহজ
মনের সুন্দর গ্রহ নক্ষত্রের সাথে
বসবাস সহজ
বুঝতে দিতে চাইনা মনের গহিনে
কে কে আছে
সঙ্গি সাথী স্বপ্ন সম্ভার
ভীরের নীচে হারিয়ে যাওয়া কঠিন
সবার চোখ থাকে সবার চোখে
একাকী হারিয়ে যাওয়া সহজ
মনের সুন্দর গ্রহ নক্ষত্রের সাথে
বসবাস সহজ
বুঝতে দিতে চাইনা মনের গহিনে
কে কে আছে
সঙ্গি সাথী স্বপ্ন সম্ভার
No comments:
Post a Comment