আবার বৃষ্টি হলে হাঁটুজলে ডুবে যাবো
আবার মেঘ হলে বুক ভাসিয়ে বসে রইবো
আবার ভাটা এলে চাতকীর মতো জল চাইবো
আবার সন্ধ্যা এলে বিষন্ন বদনে অপেক্ষা করবো
একাকী মৃত্যুর
আবার মেঘ হলে বুক ভাসিয়ে বসে রইবো
আবার ভাটা এলে চাতকীর মতো জল চাইবো
আবার সন্ধ্যা এলে বিষন্ন বদনে অপেক্ষা করবো
একাকী মৃত্যুর
No comments:
Post a Comment