Sunday, September 16, 2012

অপেক্ষা

আবার বৃষ্টি হলে হাঁটুজলে ডুবে যাবো
আবার মেঘ হলে বুক ভাসিয়ে বসে রইবো
আবার ভাটা এলে চাতকীর মতো জল চাইবো
আবার সন্ধ্যা এলে বিষন্ন বদনে অপেক্ষা করবো
একাকী মৃত্যুর

No comments:

Post a Comment