চোখে না দেখলেই কি শুধু অন্ধ হয়?
নিজের দোষগুলোকে
নানাবিধ অজুহাতের মোড়কে ঢেকে
গুনাগুনে পরিবর্তিত নষ্ট প্রচেষ্টাও অন্ধত্ব
সবাই অসম্পূর্ন
সবাই চলে যায়
বাকী রেখে কাজকাম
জীবনের শুরু থেকে শেষ
অহংকারের অন্ধকারে
কেটে যায় বেশ
নিজের দোষগুলোকে
নানাবিধ অজুহাতের মোড়কে ঢেকে
গুনাগুনে পরিবর্তিত নষ্ট প্রচেষ্টাও অন্ধত্ব
সবাই অসম্পূর্ন
সবাই চলে যায়
বাকী রেখে কাজকাম
জীবনের শুরু থেকে শেষ
অহংকারের অন্ধকারে
কেটে যায় বেশ
অজুহাত শুধু অজুহাত
অতীত আছে শুধু
বর্তমানে পা রাখা দুই নৌকাতে
ভবিষ্যৎ অনিশ্চিত
অন্ধ মন হাতড়ে ফেরে
কোনটা শুধু আমার
আমি আর আমার কারবার
অন্ধকারে এগুতে থাকি
আমি আর আমাকে নিয়ে
অতীত আছে শুধু
বর্তমানে পা রাখা দুই নৌকাতে
ভবিষ্যৎ অনিশ্চিত
অন্ধ মন হাতড়ে ফেরে
কোনটা শুধু আমার
আমি আর আমার কারবার
অন্ধকারে এগুতে থাকি
আমি আর আমাকে নিয়ে
No comments:
Post a Comment