Thursday, September 13, 2012

অপরিবর্তিত

এই তো আজই এলাম
শানবাঁধানো দীঘির জলে মুখ দেখে
চুলে কাঁকুই দিলাম
এই তো ঢেউ খেলানো চুলে ছায়া
ঢেউয়ে ঢেউয়ে ছুঁয়ে গেলো
সেই প্রান্তে
যে আমার মুখ দেখেছিলো জলে
এই তো সেখানে এক পানকৌড়ি ভাসছে
বিষন্ন একাকী
আজ ভেঙ্গে গেছে দীঘির পাঁড়
আজ জমেছে শতাব্দীর জঞ্জাল
দীর্ঘদিনের অবহেলার ফসল
আজ দীঘিতে কলস ভাসে একাকী
গলায় ফাঁসানো দড়ি গলে গেছে পচে গেছে
মিশে গেছে দীঘির জলে
শুধু ঢেউ খেলানো চুলের ছায়া ভেসে যায়
ঢেউয়ে ঢেউয়ে

No comments:

Post a Comment