Thursday, September 13, 2012

অকেজো

বেশ তো কেটে যাচ্ছে
মধ্যবিত্তের ঘষামাজা
পাছে লোকে কিছু বলে
ফিন ফিনে পাঞ্জাবীতে আধো আলো
স্বল্পভাষী মার্কসবাদী
ধরি মাছ না ছুঁয়ে পানি
এই তো কেটে গেলো জাবর কেটে
পঞ্চাশের চৌকাঠে পা রেখে ঠিক মাঝখানে
না পারি নীচে না পারি উপরে
যেতে গেলে আটকে থাকে

বোতামে লাল ফিতে
এইখানে আটকে থাকি
দুর্বোধ্য যুক্তি তর্কের গলিঘুজিতে
আষ্টেপিষ্টে চোখ রেখে কড়িবর্গাতে
মধ্যবিত্তের স্বল্পভাষী রেলগাড়ী চড়ে
ঊচ্ছিষ্ট নামে নীচে
হাড্ডিসার ধুঁক পুক কলিজাতে
মার্কসবাদ আটকে থাকে
ঠিক মাঝখানে

No comments:

Post a Comment