নিজেকে পরখ করি বারে বারে
কত রুপ রঙে ঢঙ্গে সাজিয়ে
নিজেকে খুলে ধরি বারে বারে
কত কথা কত গান বাজিয়ে
তবু কেউ জানেনি আমি কে
এই না জানা এক সত্য
আমরা জানাতে চাই শুধু
আমরা জানতে চাইনা কিছু
সেজন্যেই এ্যাত দ্বন্দ এ্যাত বিবাদ বিসংবাদ
আমরা বিবাদ ভালবাসি
সংঘাতে অনুভব করি
আদিম আনন্দ
কত রুপ রঙে ঢঙ্গে সাজিয়ে
নিজেকে খুলে ধরি বারে বারে
কত কথা কত গান বাজিয়ে
তবু কেউ জানেনি আমি কে
এই না জানা এক সত্য
আমরা জানাতে চাই শুধু
আমরা জানতে চাইনা কিছু
সেজন্যেই এ্যাত দ্বন্দ এ্যাত বিবাদ বিসংবাদ
আমরা বিবাদ ভালবাসি
সংঘাতে অনুভব করি
আদিম আনন্দ
No comments:
Post a Comment