Sunday, September 16, 2012

ভাল আছি

আমরা সবাই ভাল আছি
দুঃখ ঢেকে রাখি
তরল স্বচ্ছ চোখের জলের নীচে
আমরা হেসে হেসে মিথ্যা বলি
ভাল থাকা জিতে যাওয়া
ছিদ্র দিয়ে মরুভুমি দেখা গেলে
হেরে গেলে
পায়ের রগ ছিড়ে যায়
চামড়ার ভেতরে
টেনে হেচড়ে চলছে জীবন

No comments:

Post a Comment