আমরা সবাই ভাল আছি
দুঃখ ঢেকে রাখি
তরল স্বচ্ছ চোখের জলের নীচে
আমরা হেসে হেসে মিথ্যা বলি
ভাল থাকা জিতে যাওয়া
ছিদ্র দিয়ে মরুভুমি দেখা গেলে
হেরে গেলে
পায়ের রগ ছিড়ে যায়
চামড়ার ভেতরে
টেনে হেচড়ে চলছে জীবন
দুঃখ ঢেকে রাখি
তরল স্বচ্ছ চোখের জলের নীচে
আমরা হেসে হেসে মিথ্যা বলি
ভাল থাকা জিতে যাওয়া
ছিদ্র দিয়ে মরুভুমি দেখা গেলে
হেরে গেলে
পায়ের রগ ছিড়ে যায়
চামড়ার ভেতরে
টেনে হেচড়ে চলছে জীবন
No comments:
Post a Comment