Sunday, September 16, 2012

ফাঁকি

এক ছায়া অনুসরন করি রাতদিন
না জেনেই সত্য মিথ্যা
ছায়ার পেছনে
এক বিশ্বাস গেঁথে রাখি মনের গভীরে
স্বাদ না পেয়েই
সুধা বা বিষের
লেগে থাকে অঙ্গে অঙ্গে অংশীদার
বিচ্ছিন্ন থেকেও চিরকাল
সাথে তো যায়না কোন কিছুই
তবু এ্যাত ভয় কেনো হারাবার ?

2 comments: