Thursday, September 13, 2012

গেড়ো


এক বাক্স স্বপ্ন
এক নিমেষে উধাও হবে
কি আশ্চর্য !!
সেই চোখ খুলতেই কাঁচা রোদ মাখা সকাল
এখন দূষিত
স্বপ্ন এখন সুপার মার্কেটের খাটালে অপেক্ষারত
রঙ্গ মেখে সঙ সেজে
কৃত্রিম হাসিতেই জগত গেছে ভুলে
সংকোচে বিহ্বল
কেন নেই আগের মত

কোন অপেক্ষা
হাসি
এই বিনিময় প্রথার শুরু হয়েছে সেই কবে
অনাদিকাল থেকে
কেনো বুঝিনি আমি ?
অকৃত্রিম হাসি আর ভালবাসা কেনো তবু
ঝুলে থাকে অকেজো সিকির মত ?
এ কেমন গেড়ো ?
এলোমেলো !!

No comments:

Post a Comment