ডাহুক ডাকা সেই দুপুরে
মনে আছে তোমার?
আমি কেমন বেকে বসেছিলাম
সূর্য ধরবো বলে
আসলে আমি আশা করেছিলাম
তুমি বলবে
সূর্য তো তুচ্ছ আমি সাগর সেচে কাকন
খুঁজে এনে দেবো
হারিয়ে গেছিল এক প্রেমহীন সময়ে
জানো সুহৃদ!
আমি কত যুগ অপেক্ষা করেছি শোনার?
তুমি বলবে
আমি শুনবো আর মৃত্যু এসে হাত ধরবে আমার
তুমি বলবে
এই দ্যাখো খুঁজে এনেছি কৈশর
সাথে সেই কাকন - সাগর সেচা
জানো সুহৃদ!!
আমি শত যুগ অপেক্ষা করেছি
শোনার
পাবার
ফিরে আসার
জানো সুহৃদ
কারা যেন খেয়ে ফেলেছে কাকন
খেয়ে ফেলেছে হৃদপিন্ড
সমুদ্র সেচে
তারপর লাশ ভেসে ভেসে একদিন
গলে পচে মিশে গেছে নোনা জলে
ডাহুক ডাকা সেই দুপুরে
ফিরে আসেনি কৈশর
কাকন পড়ে
মনে আছে তোমার?
আমি কেমন বেকে বসেছিলাম
সূর্য ধরবো বলে
আসলে আমি আশা করেছিলাম
তুমি বলবে
সূর্য তো তুচ্ছ আমি সাগর সেচে কাকন
খুঁজে এনে দেবো
হারিয়ে গেছিল এক প্রেমহীন সময়ে
জানো সুহৃদ!
আমি কত যুগ অপেক্ষা করেছি শোনার?
তুমি বলবে
আমি শুনবো আর মৃত্যু এসে হাত ধরবে আমার
তুমি বলবে
এই দ্যাখো খুঁজে এনেছি কৈশর
সাথে সেই কাকন - সাগর সেচা
জানো সুহৃদ!!
আমি শত যুগ অপেক্ষা করেছি
শোনার
পাবার
ফিরে আসার
জানো সুহৃদ
কারা যেন খেয়ে ফেলেছে কাকন
খেয়ে ফেলেছে হৃদপিন্ড
সমুদ্র সেচে
তারপর লাশ ভেসে ভেসে একদিন
গলে পচে মিশে গেছে নোনা জলে
ডাহুক ডাকা সেই দুপুরে
ফিরে আসেনি কৈশর
কাকন পড়ে
No comments:
Post a Comment