Sunday, September 24, 2017

আর আসিনি তারপর

তারপর আর আমি আসিনি
সেখানে
যেখানে একদিন অপেক্ষা
করেছি
সহজ সময়ের
মুঠিভরা অবকাশ খুলে দিয়েছি
ওরা আর কেউ নেই কোত্থাও
সহজ, সরল, নির্মল
আর কিছু নেই
যেখানে একদিন অপেক্ষা করেছি
এখন একাকী
আমি ফিরে যাচ্ছি
সেখানে
যেখানে অপেক্ষা বলে কিছু নেই

No comments:

Post a Comment