Sunday, September 24, 2017

হতে পারে

হতে পারে খুব প্রখর হবে রোদ্দুর
আগামীকাল
ঝলসে দেবে চোখের পাতা
হতে পারে তুষাতপাত হবে ঘাম মুছে দেবে
আগামীকাল
এত অনিশ্চিত যখন যময়
এত অজানা যখন আগামীকাল
তখন কেনো এত দর কষাকষি করো?
তুমি তুমি তুমি তুমি ছাড়া
অনেকেই আছে,বাচে, মরে, হারে, জিতে
জীবন ঘষে ছাল তুলে ফ্যালে
কপালের
হতে পারে তুমি আর তুই বিচ্ছেদের গান গাইবে
আগামীকাল
এক নতুন ভোরে নতুন বাজারে
নিরীহ কারু বুকে পা রেখে
জবাই করবে নির্দ্বিধায়
দর কষাকষি করে চুষে নেবে রক্ত
আগামীকাল
তারপর পাচ দশ মিথ্যা দিয়ে লাশ
ঢেকে রেখে হেটে চলে যাবে
আগামীকাল
হতে পারে প্রখর রোদ্দুরে জ্বলে যাবে
চোখের পাতা
জলপাই রংগের কপোলে
হেটে যাবে সারিবদ্ধ পোকারা
আগামীকাল
হতে পারে একদল কসাই
ধারালো চাকুর মুখে রক্ত দিয়ে
লিখে ফেলবে প্রেমের কবিতা
আগামীকাল

No comments:

Post a Comment