চোখের জল গড়িয়ে
নেমে যায়
সাগরের জল কমে যায়
শুধু কি সাগর তোমায় টানে?
আরো অনেক কিছু টানে
শুধু বাধ সাধে কোলাহল
সমাজ সংস্কার
তবু কি তুমি পারতে আসতে
দীর্ঘ সময়ের দাবানল মাড়িয়ে
যেতোনা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে?
কার কাছে গেলে পেতে সেই বিসুদ্ধ ছাই?
যা করবে তোমায় প্রেমময়
স্বাভাবিক
আটপৌরে মানুষ
মিথ্যাকে ঝেড়েঝুড়ে ফিরে পাবে
শেষ ট্রেন
স্বাভাবিক স্বচ্ছ সুন্দর সকালে
পৌছুবে গন্তব্যে
সেখানে যেখানে অপেক্ষা করে
সীমাহীন সাগর, প্রেম, আনন্দ
স্বপ্নহীন স্বাভাবিক জীবন!!
শুধু কি সাগর তোমারে টানে?
নেমে যায়
সাগরের জল কমে যায়
শুধু কি সাগর তোমায় টানে?
আরো অনেক কিছু টানে
শুধু বাধ সাধে কোলাহল
সমাজ সংস্কার
তবু কি তুমি পারতে আসতে
দীর্ঘ সময়ের দাবানল মাড়িয়ে
যেতোনা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে?
কার কাছে গেলে পেতে সেই বিসুদ্ধ ছাই?
যা করবে তোমায় প্রেমময়
স্বাভাবিক
আটপৌরে মানুষ
মিথ্যাকে ঝেড়েঝুড়ে ফিরে পাবে
শেষ ট্রেন
স্বাভাবিক স্বচ্ছ সুন্দর সকালে
পৌছুবে গন্তব্যে
সেখানে যেখানে অপেক্ষা করে
সীমাহীন সাগর, প্রেম, আনন্দ
স্বপ্নহীন স্বাভাবিক জীবন!!
শুধু কি সাগর তোমারে টানে?
No comments:
Post a Comment