পাথর সরিয়ে দেখলাম
মস্ত বড় ক্ষত নীল লাল আভা
শ্বাস নিতে চেষ্টা করলাম
তখন রক্তাক্ত হলো
পাজড়
মস্ত বড় ক্ষত নীল লাল আভা
শ্বাস নিতে চেষ্টা করলাম
তখন রক্তাক্ত হলো
পাজড়
পাথর সরিয়ে দেখলাম
দু:খগুলো সবাই সমবেত ও অপেক্ষারত
জিজ্ঞেস করলো - কেনো এত দেরী হলো ফিরতে
কৈফিয়ত দেই সর্বদা
আচল থেকে উজার করে
ঢেলে দিলাম হাজার বছরের
অভিমান
দু:খগুলো সবাই সমবেত ও অপেক্ষারত
জিজ্ঞেস করলো - কেনো এত দেরী হলো ফিরতে
কৈফিয়ত দেই সর্বদা
আচল থেকে উজার করে
ঢেলে দিলাম হাজার বছরের
অভিমান
পাথর সরিয়ে দেখলাম
কান্নারা উন্মুখ হয়ে নামতে চাইছে
কপোল বেয়ে
অঝোর ধারে
ওরা আটকে ছিল
প্রাণবন্ত সেই হাসির নীচে
কান্নারা উন্মুখ হয়ে নামতে চাইছে
কপোল বেয়ে
অঝোর ধারে
ওরা আটকে ছিল
প্রাণবন্ত সেই হাসির নীচে
পাথর সরিয়ে দেখলাম
সবাই তৈরি ফিরে যাবার
সবাই তৈরি ফিরে যাবার
No comments:
Post a Comment