Sunday, September 24, 2017

১৭ই জুলাই, ২০১৭



সেটা যেমন সত্য
তেমনি ওরা এখন ধূলোতে লুটোপুটি খায়
সেটাও সত্য
কিছুক্ষণ পরে হাওয়া এসে উড়িয়ে নিয়ে যাবে
সেটাও সত্য
মিথ্যা যা তা হলো
যা কিছু আমরা বলি লৌকিকতা করে
মিথ্যা যা তা হলো
যা কিছু আমরা বলি
অসত্য জেনেও
বলতে থাকি মন রাখার জন্য
সেই মন আয়নার মত
দেখে ফ্যালে সত্য, মিথ্যা, তখন
কাঠমল্লিকারা মরে পরে থাকে
মুখ থুবড়ে

No comments:

Post a Comment