Sunday, September 24, 2017

রেশ

তুমি জানতে নিশ্চয়
প্রজাপতিরা প্রথম জীবনে
কুতসিত থাকে
গোলাকার মথ
আটকে রাখে লালা দিয়ে
সংক্ষিপ্ত জীবন নিয়ে দুরু দুরু উড়ে
ফুঁ দিলে ডানা ভেংগে যায়
তুমি জানতে
আঘাত করতে
সুবিধা এমন একটি
প্রজাপতি খুঁজো তুমি
ভাংগা ডানা, মৃত প্রজাপতি
তৃপ্ত করে চোখ
শান্ত করে দাবানল জ্বলে অহরহ
বুকের ভেতর
এক মুঠো মিথ্যা
এক সাগর অশ্রু
এক যুগ দু:খ টেনে নেয়
চোরাবালু
তুমি জানতে সেই ফাদে পা রেখে
কারা মরেছে
সেইসব মুখ চেনা জানা
প্রজাপতি র ভাংগা ডানা
দিয়ে ঢাকা

No comments:

Post a Comment