Sunday, September 24, 2017

বন্ধ খাম

আকাশ এমন
ছু'তে গেলেই পালিয়ে যায়
গুটি গুটি এগুলেই
ধরা দেবে দেবে এমন এক ভাব
মনের খাটালে লুকানো
আলসে কথার মত তবু
অধরা রয়ে যায় সব
আকাশের নীরবতা বুঝি
সব দেখে শুনে
বোবা হয়ে থাকে
তবু অকারণ নাবলা কথা খুঁজি
আমিও কি আজ আকাশ হবো?
মুখোমুখি দাঁড়িয়ে দেখবো শুধু
পড়বো পাপড়িতে লেখা কথা
বুঝবো শুধু
বলবোনা কোনকিছু
মুখ বাধা বোবা পশুর মত
অগত্যা
এলোমেলো ভাবনার খামে মুড়ে
পার্সেল করে দেবো
মান অভিমান
আকাশের কাছে
ছু'তে এলেই পালিয়ে যাবো
আকাশের মত করে

No comments:

Post a Comment