এরপর সেখানে
রোদ এসে অপেক্ষা করেছে
পাটাতনে
শালিখের ঠোটে
অস্পষ্ট আওয়াজ
এরপর সেখানে
বৃষ্টি নেমেছে ধুয়ে গেছে শব্দ
এরপর সেখানে
সন্ধ্যা নেমেছে গাঢ় ঘুম চোখে
সে খুঁজেছে অহর্নিশি
সুখের নীড়
এরপর সেখানে
আধার ডুবেছে কালো মেঘে
উধাও হয়েছে সময়
অসম্পূর্ণ
রোদ এসে অপেক্ষা করেছে
পাটাতনে
শালিখের ঠোটে
অস্পষ্ট আওয়াজ
এরপর সেখানে
বৃষ্টি নেমেছে ধুয়ে গেছে শব্দ
এরপর সেখানে
সন্ধ্যা নেমেছে গাঢ় ঘুম চোখে
সে খুঁজেছে অহর্নিশি
সুখের নীড়
এরপর সেখানে
আধার ডুবেছে কালো মেঘে
উধাও হয়েছে সময়
অসম্পূর্ণ
No comments:
Post a Comment