Sunday, September 24, 2017

উধাও হয়েছে সময়

এরপর সেখানে
রোদ এসে অপেক্ষা করেছে
পাটাতনে
শালিখের ঠোটে
অস্পষ্ট আওয়াজ
এরপর সেখানে
বৃষ্টি নেমেছে ধুয়ে গেছে শব্দ
এরপর সেখানে
সন্ধ্যা নেমেছে গাঢ় ঘুম চোখে
সে খুঁজেছে অহর্নিশি
সুখের নীড়
এরপর সেখানে
আধার ডুবেছে কালো মেঘে
উধাও হয়েছে সময়
অসম্পূর্ণ

No comments:

Post a Comment