স্বাধীনতার চেয়ে শেকলে শক্তি বেশী
যখন স্বাধীন থাকি
তখন ব্যস্ত থাকি অন্যকে শেকলে বাঁধতে
শেকলে অনুগত করে
যখন স্বাধীন থাকি ক্রুদ্ধ হই নিজের জন্য অনুগত হতে
শেকলে নিরুপায় করে
যখন উপায় থাকে অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ব্যস্ত থাকি
অথচ কথা ছিল
শেকল থেকে দূরে থাকবো
শেকল থেকে দূরে রাখবো
.নিজেকে ও অন্যকে
কারাগারের চার দেওয়ালের ভেতরে ছিল, আছে এবং থাকবে
আমার অবস্থান আজীবন
আমি বুঝিনি
মনকে মুক্ত করতে হবে সব চাইতে আগে
তারপর শরীরকে
যখন স্বাধীন থাকি
তখন ব্যস্ত থাকি অন্যকে শেকলে বাঁধতে
শেকলে অনুগত করে
যখন স্বাধীন থাকি ক্রুদ্ধ হই নিজের জন্য অনুগত হতে
শেকলে নিরুপায় করে
যখন উপায় থাকে অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ব্যস্ত থাকি
অথচ কথা ছিল
শেকল থেকে দূরে থাকবো
শেকল থেকে দূরে রাখবো
.নিজেকে ও অন্যকে
কারাগারের চার দেওয়ালের ভেতরে ছিল, আছে এবং থাকবে
আমার অবস্থান আজীবন
আমি বুঝিনি
মনকে মুক্ত করতে হবে সব চাইতে আগে
তারপর শরীরকে