Sunday, September 24, 2017

আঁধার

আমি সূর্যকে ভয় করি
আলোতে স্পষ্ট দেখা যায়
অদ্যবধি যা কিছু ঘটে গেছে
এই হাটে
ভাঙ্গা হাড়ি, চুরমার কাঁচ
হতাশা, ক্রোধ, অমীমাংসিত বোধ
উচ্ছিষ্টের মত ছুড়ে ফেলে দেওয়া মন
কালাবাজারে বিক্রি হয়
মান সন্মান আপনজন 

আমি সূর্যকে ভয় করি
আঁধারের অপেক্ষা করি
চাঁদের মিষ্টি আলোতে
গল্প বলতে পারি
যা কিছু জ্বলে গেছে
সূর্যের আগুনে

আঁধারের অপেক্ষা করি

আলোতে হারিয়ে যাবার বড্ড ভয়
আঁধারে নিজেকে খুঁজে পাই

বন্ধ খাম

আকাশ এমন
ছু'তে গেলেই পালিয়ে যায়
গুটি গুটি এগুলেই
ধরা দেবে দেবে এমন এক ভাব
মনের খাটালে লুকানো
আলসে কথার মত তবু
অধরা রয়ে যায় সব
আকাশের নীরবতা বুঝি
সব দেখে শুনে
বোবা হয়ে থাকে
তবু অকারণ নাবলা কথা খুঁজি
আমিও কি আজ আকাশ হবো?
মুখোমুখি দাঁড়িয়ে দেখবো শুধু
পড়বো পাপড়িতে লেখা কথা
বুঝবো শুধু
বলবোনা কোনকিছু
মুখ বাধা বোবা পশুর মত
অগত্যা
এলোমেলো ভাবনার খামে মুড়ে
পার্সেল করে দেবো
মান অভিমান
আকাশের কাছে
ছু'তে এলেই পালিয়ে যাবো
আকাশের মত করে

থেতলানো হৃদয়


অবিনাশী বস্তু রুপ বদলায়
ঘষেমেজে সেজেগুজে
ঘুমড়ে মরে
চলে যেতে চায় ভেদ করে কাচ
ঠেকে যায় কপাল
থেতলানো হৃদপিন্ড হাতে
ফিরে আসে শূন্য হাতে
ফলাফল
নিত্য করি
যোগ বিয়োগ গুন ভাগ

অনিশ্চিত তানজেনারাং


যা মানোনা বা মানো
ভাবনার প্রতিবিম্ব ভাসে তা থৈ থৈ
সব কথা উজাড় হয়ে
হাতপা ছেড়ে শুয়ে থাকে
চোখের পাপড়িতে
হাতের তালুতে মৃত রেখা
ঘষে ঘষে ছাল উঠে
পৌষের রোদ্দুরে কপাল তেতিয়ে নেয়
গেড়ো খোলার আগে
কিছুই থাকে না লেখা
মরাপচা শুক্নো চামড়া
জাদুঘর বানিয়ে মাছি তাড়াই বসে শুয়ে

১৭ই জুলাই, ২০১৭



সেটা যেমন সত্য
তেমনি ওরা এখন ধূলোতে লুটোপুটি খায়
সেটাও সত্য
কিছুক্ষণ পরে হাওয়া এসে উড়িয়ে নিয়ে যাবে
সেটাও সত্য
মিথ্যা যা তা হলো
যা কিছু আমরা বলি লৌকিকতা করে
মিথ্যা যা তা হলো
যা কিছু আমরা বলি
অসত্য জেনেও
বলতে থাকি মন রাখার জন্য
সেই মন আয়নার মত
দেখে ফ্যালে সত্য, মিথ্যা, তখন
কাঠমল্লিকারা মরে পরে থাকে
মুখ থুবড়ে

বিস্মিত হয়েছি


এক বিন্দু জল নিমেষে শুষে নেয়
বহু যুগের ভালবাসাহীন বন্ধাত্বে
জন্মেছে নিস্টুর আর বিষাক্ত ক্যাক্টাস
আমি বিস্মিত হয়েছি
আমি ক্লান্ত হইনি
খোলসের নীচে হৃদয় নেই
খোলসের নীচে হাসি নেই
খোলসের নীচে কান্না নেই
যে কান্না বুকের ভেতর জমে
আবেগ আর ভালবাসা ঘনীভূত হলে
খোলসের নীচে ধুধু এক অসহায়
পোকালাগা অসুস্থ বৃক্ষ
তোমার ভেতর হাটতে হাটতে
ক্লান্ত হইনি আমি
ব্যাথা পেয়েছি শুধু

ভাইরাস

আমি আমার হৃদয় মেলে ধরে
বল্লাম, দেখো, এখানে
ফুলের পাশে কত বিষাক্ত ভাইরাস
ঝরণার পাশে কত আবর্জনা
আমি প্রানপণ শ্বাস নিতে চাই সুবাতাস
বল্লাম, শোনো, বহুযুগের কান্না, দু:খ, বিষন্নতা
পরিশোধিত করে নির্মল হাসি
তোমাকে দিলাম
আমি আমার হৃদয় মেলে ধরে
বল্লাম, অবিশ্বাসগুলো ফেলে দাও
এখনো পৃথিবী ঘুরছে সূর্যের চারিপাশে
অনাদিকাল ধরে এখনো মানুষ হাটে
অমানুষ আর বিবেকহীন অদ্ভুত প্রানীভরা সড়কে
তুমি ওদের সাথে দাঁড়িয়ে রইলে অনড়
যেমন ছিলে বহুযুগ ধরে