Sunday, May 1, 2016

হৃদয়ে হায়েনা


অনুভূত হলো
হৃদয়ে হায়েনা
ভেবে ভেবে বিভ্রান্ত
কার থেকে বিবর্তিত
বানর, শুকর নাকি হায়েনা
চতুষ্পদ বা দ্বিপদ
কিছু যায় আসেনা
যা বুঝতে চাও
বুঝে নাও
প্রকাশে হায়েনা
কবিতায় হায়েনা
গানে হায়েনা
বুলেটে হায়েনা
কোপে কোপে রক্ত উঠে ফিনকি দিয়ে
হৃদয়ে হায়েনা ঘুমায়
নখে রক্ত ভিজিয়ে
খাবারে হায়েনা
বালিশে হায়েনা
প্রিয়তমার দীঘল চোখে হায়েনা
সব প্রেমে হায়েনা
প্রতীক্ষার প্রহর গুনে
মাঝরাতে চুপিসারে এসে
বুকের উপরে রাখে হীম ছুড়ি
তারপর গর্ত করে
রক্ত শুষে নেয় হায়েনা
অনুভূত হলো
হৃদয়ে হৃদয়ে
আকাশে, মেঘে, বৃষ্টিতে, অশ্রুতে
হায়েনা

No comments:

Post a Comment