Sunday, May 1, 2016

আয়োজন


শুরু হলো আয়োজন
রান্নাবাড়া, বাসন মাজা, গোছগাছ
সাজগোছ
রক্তশূন্যতা, ঝাপসা চোখ
শুরু হলো আয়োজন
নতুন জীবন যাত্রা
ভাবছি কি কি সাথে নেবো
এক মুঠো মেঘ
নতূন জীবনে ছাদ নেই
তাই আকাশটা সাথে নেবো
পা দু'টো এত অবশ
মেঘেদের ভেলাতে
ভেসে পৌছুবো নতুন দেশ
হাত আর আংগুলে চিন চিনে ব্যাথা
শরীর ধবসে যায়
স্লো মোশনে
প্রথমে মন মরে
তারপর দেহ মিশে যায়
ধীরে ধীরে
ফসিল হয়
বিবর্তিত হয়
তেল হয়, ঘাস হয়, পাথর হয়, কয়লা হয়
দেহ মিশে যায়
তারও বহুযুগ আগে
হৃদয় খুন হয়ে যায়
হৃদয়হীন প্রেম কাব্যঘাতে
আয়োজন চলে
নতুন জীবনের

No comments:

Post a Comment