শতাব্দী ধরে হচ্ছে রক্তক্ষরণ
মগজে
লাগেনি ছিটেফোঁটা?
একটু? আধটু?
আমি তো অনুপ্রবেশকারী
টাইমলাইনে
সেখানে জাগা খালি নেই
সবখানেই গিজগিজ করে
ঠাসা ইট সিমেন্ট চূন সুরকী
দেখে এলাম
বুঝে নিলাম, যা বোঝার
হৃদয় নিখোঁজ কতকাল
হয়েছে সেও তা জানেনা
তবু রয়ে গেছে প্রত্যাশা
হৃদয়ের
ভেংগে ভেংগে
ছিঁড়েখুঁড়ে
খাবে তারে
তারপর ছুড়ে ফেলে দিতে খোসা
মগজে
লাগেনি ছিটেফোঁটা?
একটু? আধটু?
আমি তো অনুপ্রবেশকারী
টাইমলাইনে
সেখানে জাগা খালি নেই
সবখানেই গিজগিজ করে
ঠাসা ইট সিমেন্ট চূন সুরকী
দেখে এলাম
বুঝে নিলাম, যা বোঝার
হৃদয় নিখোঁজ কতকাল
হয়েছে সেও তা জানেনা
তবু রয়ে গেছে প্রত্যাশা
হৃদয়ের
ভেংগে ভেংগে
ছিঁড়েখুঁড়ে
খাবে তারে
তারপর ছুড়ে ফেলে দিতে খোসা
No comments:
Post a Comment