Sunday, May 1, 2016

স্মৃতিচারণ

স্মৃতিতে ঝুলে থাকে মন
বহুযুগের অপেক্ষার মত
কথা হয়েছিল একদিন
শুধু একবার
লোডশেডিং ছিল
ল্যাপটপের আলোটা টিম টিম
নিভে গেল
ব্যাটারি মরে গেলে
স্মৃতিতে সেই মুখ ভাসে
আর কোনদিন দেখবনা তারে
সেকি জানে আমিও আসছি
তার কাছে?
এবারে তারাদের সাথে নিয়ে
বসবো মুখোমুখি যেয়ে
সেকি জানে আমিও আসছি
হৃদয়ের আলো জ্বেলে
নদীর আধখানা বাঁকে
উপচে উঠা জোছনা মেখে
সাঁকোর উপর বসবো
পা ঝুলিয়ে
সেকি জানে তার মুখ ঝুলে থাকে
আমার চোখের তারাতে?
[স্মৃতিচারণ - নরুন্নবী খোকন
ট্রাকের মুখোমুখি গাড়ি সংঘর্ষে দুর্ঘটনায় মারা যায় খোকন। খোকন ছিল আমার বন্ধু আর কবিতার অনুপ্রেরণা। খোকন ছিল আমার সুহৃদ। খোকন যখন মারা যায় তার ছয় মাস আগে আমি তার সাথে ঝগড়া করে কথা বন্ধ রেখেছিলাম।]

No comments:

Post a Comment