তারপর?
থাকা বা না থাকা
কিছু যায় আসেনা
ধূলিঝড়ে ঝাপসা সড়কে
অবশ পা
থাকা বা না থাকা
আঁকিবুঁকি কাটাকুটি
মুছে দেয় উত্তাল ঢেউ
ফণা তুলে উঠে আসে
বিষাক্ত অজগর
কিছু যায় আসেনা
হাড়গোড় ভেংগে চুরমার
তারপর?
ডানা ভেংগে প্রজাপতি
চিত হয়ে উবে যায়
লিলুয়া বাতাসে।
তারপর
থাকা বা না থাকা
কিছু যায় আসেনা
থাকা বা না থাকা
কিছু যায় আসেনা
ধূলিঝড়ে ঝাপসা সড়কে
অবশ পা
থাকা বা না থাকা
আঁকিবুঁকি কাটাকুটি
মুছে দেয় উত্তাল ঢেউ
ফণা তুলে উঠে আসে
বিষাক্ত অজগর
কিছু যায় আসেনা
হাড়গোড় ভেংগে চুরমার
তারপর?
ডানা ভেংগে প্রজাপতি
চিত হয়ে উবে যায়
লিলুয়া বাতাসে।
তারপর
থাকা বা না থাকা
কিছু যায় আসেনা
No comments:
Post a Comment