Sunday, November 10, 2013

আধখানা যুগ ধরে

আধখানা যুগ ধরে
আধখানা শহর পেরুতেই
অপরিচিত হয়ে গেল
পরিচিত মুখ
আধখানা মনের খড়কুটো সব
ভুল হয়ে নীল হলো
সমুদ্রের গভীরে বিলীন হলো
সুখ শব্দ সব
যা কিছু মিথ্যা ছিল
আটপৌড়ে জীবনে নুন আর পান্তা...
খরিদে ব্যয় হয়ে গেল
আজ আর আগামীকালের ব্যবধান
তবু বুদ্বুদ উঠে
মৃত মাছের ফেনা মুখে
শীতল চোখে সে কিনারাতে ভাসে
আধখানা যুগ ধরে

1 comment:

  1. http://bookkeepingnexus.com/marriagefraudanwarpervez.html

    ReplyDelete