Sunday, November 10, 2013

বনিক ভালবাসা

আমি হৃদয় খুলে দেখিয়ে দিলাম ভালবাসা
তুমি শিশুর মত বোবা চোখে দেখলে চেয়ে চেয়ে
তোমার হৃদয়ে উকি দিয়ে দেখি
তুমি মুখস্ত করছো যাত্রার পালা
ভুগোলের উত্তর, দক্ষিন, বাম আর ডানের দুরত্ব
কম্পাস দিয়ে মাপজোক করে
ঘড়ি ধরে পৌছে যাবে
কতটুকু সময় থাকবে সেখানে
যতটুকু সময় দর্শকেরা এসে পৌছুতে না পারে
দর্শকেরা পৌছে গেলে তুমি ...
হিসাব করে সময় দেবে
উজাড় করে ভালবাসা নেবে
তারপর তুমি হেটে চলে যাবে
মনের ভুলে চলে আসা অপরিচিত মন থেকে
অন্য কোন মনে
যেখানে অপেক্ষা করে ভালবাসা
তুমি আওড়ে যাবে মুখস্ত করা
যাত্রার পালা
ভালবাসা

No comments:

Post a Comment