Sunday, November 10, 2013

তোমার মিথ্যাগুলো

তোমার মিথ্যাগুলো
সাজিয়ে রেখেছি সব
সকাল, দুপুর আর মাঝরাত্রিতে
মিথ্যা হাসিগুলো সাজিয়েছি চোখের তারায়
আমার সবচেয়ে প্রিয়
মিথ্যা অভিমানগুলো রেখেছি ঠোটে

ক্ষোভ, আক্রোশ আর মিথ্যা অপবাদ্গুলো
ফিরিয়ে দিয়েছি তোমাকে
ওসবে আমার আগ্রহ নেই...

ভালবাসাতে লোভ ছিল
জানি তা মিথ্যা
তবু
হাত বাড়িয়ে রাখি
স্পর্শ করবো বলে প্রতিদিন
সকাল, দুপুর আর মাঝরাত্রিতে

সকালের হিমেল রোদে
ওরা উধাও হয়ে গেলে
আমি জোরে জোরে হাটি
তারপর দৌড়াতে থাকি
ঘোড়দৌড়ে ক্লান্ত
বাতিল ঘোড়ার মত

অপেক্ষা করি দুপুর অবধি
তপ্ত রোদে হয়তোবা রঙ্গ ফিরে পাবে

তবু মাঝরাত্রি আসে
তবু ওরা মিথ্যা থেকে যায়
তবু সাজিয়ে রেখেছি
সকাল, দুপুর আর রাত্রিতে

No comments:

Post a Comment