আমি সত্যিই কাছে এসেছিলাম
খুব কাছে
জীবন থেকে কিছু দূর
তোমার হাত ধরে যেতে
মৃত্যুর কাছে
সব উৎকণ্ঠা জয় করে
সব বাঁধা পেড়িয়ে...
আমি সত্যিই কাছে এসেছিলাম
অগ্রাহ্য করে
তোমার প্রতিবিম্বের ইশারাকে
প্রতিবিম্ব ইশারাতে বলেছিল
আমাকে খোজনি তুমি কখনও
আমাকে চাওনি তুমি কখনও
এই কাছে আসা ছিল
নিছক আমার মনের ভুল
এই ভালবাসা ছিল সুপ্ত
শুধুই আমার হৃদয়ে
তুমি আমাকে ভালবাসোনি কখনও
খুব কাছে
জীবন থেকে কিছু দূর
তোমার হাত ধরে যেতে
মৃত্যুর কাছে
সব উৎকণ্ঠা জয় করে
সব বাঁধা পেড়িয়ে...
আমি সত্যিই কাছে এসেছিলাম
অগ্রাহ্য করে
তোমার প্রতিবিম্বের ইশারাকে
প্রতিবিম্ব ইশারাতে বলেছিল
আমাকে খোজনি তুমি কখনও
আমাকে চাওনি তুমি কখনও
এই কাছে আসা ছিল
নিছক আমার মনের ভুল
এই ভালবাসা ছিল সুপ্ত
শুধুই আমার হৃদয়ে
তুমি আমাকে ভালবাসোনি কখনও
No comments:
Post a Comment